আচানক
কথা
কালুর আছে মস্ত হাতি
মাথায়ে তুলে নাচে
চক্রাকারে খানিক ঘুরিয়ে
আছাড় দিয়ে কাঁচে।
বিড়ি খাওয়া বিড়ালটা তার
বাঘের স্বরে ডাকে
ভদ্র ভাষায় কথা বলে
একটু খানি বেঁকে।
হিরোমার্কা গরুটা
চশমা চোখে দিয়ে
আনতে চায় নায়িকা সে
তারার দেশে গিয়ে।
হাঁসের দল সাথে নিয়ে
মুরগি করে চুরি
জামা-কাপড় কিচ্ছু নেয়
হাতে একটা ঘড়ি।
গাধা-ছাগল কাঁধ মিলিয়ে
পাঠশালাতে যায়
স্যারের গায়ে বমি করে
তিড়িংবিড়িং লাফায়।
আব্দুর রহমান শিপুল
কালুর আছে মস্ত হাতি
মাথায়ে তুলে নাচে
চক্রাকারে খানিক ঘুরিয়ে
আছাড় দিয়ে কাঁচে।
বিড়ি খাওয়া বিড়ালটা তার
বাঘের স্বরে ডাকে
ভদ্র ভাষায় কথা বলে
একটু খানি বেঁকে।
হিরোমার্কা গরুটা
চশমা চোখে দিয়ে
আনতে চায় নায়িকা সে
তারার দেশে গিয়ে।
হাঁসের দল সাথে নিয়ে
মুরগি করে চুরি
জামা-কাপড় কিচ্ছু নেয়
হাতে একটা ঘড়ি।
গাধা-ছাগল কাঁধ মিলিয়ে
পাঠশালাতে যায়
স্যারের গায়ে বমি করে
তিড়িংবিড়িং লাফায়।