আকাশের ক্রন্দন
রায়ান নূর
রাতের তারকামালা অনুজ্জ্বল হলে
দেখি রবি খচিত আকাশের
ক্রন্দন,
ভাগ হয়ে যায় নিমিষে
অতল গভীরে
দ্বিধাগ্রহী দুই জগতের পুরনো
বন্ধন ৷
চাঁদের উপমায় অংক কষে
অতীত
প্রকৃতি-নিসর্গে অচেতন অবহেলায়,
হায় জগৎ,রবির রশ্মি
ফুটলে আধারে
বাহারী উপমা নমিত ধ্বজা
মেলায় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন