কবিতা-ইশতিয়াক ফয়সল

সংশয় ও আত্মবোধন

ইশতিয়াক ফয়সল


এখন বিনিদ্র শীতার্ত রাতগুলোতে
পোষা বেড়ালের মতো উষ্ণতা খুজি না।
এখন সুদীর্ঘ শীতের ভোররাত্রিতে
কুয়াশায় মুছে ফেলি তোমার উষ্ণতা।
ফুটপাথে শিশির ভেজা শিশুর লাশে-
দেখি বৃষ্টিতে ভেজা তোমার নীল শাড়ি,
দূরত্ব- শত সত্য নিবিড় আলিঙ্গনে;
ঘন কুয়াশাচ্ছন্ন থাকি তুমি ও আমি।
                                  
                               এর চাইতে ভালো, ভালো না বেসে চলো
                              ঘেন্না করতে শিখি নিজের ভেতর-
                              পুঁজিবাদী নর্দমার কামুক শামুক
                              প্রজাতিক গৃহযুদ্ধে স্বার্থের ভাবুক।
                              নেই কোন পরিশুদ্ধ জল ও জঠর
                              অনাগতে আর কি দেবার আছে বলো ? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন