কবিতা-সুকুমার চৌধুরী

উৎসর্জ্ন

সুকুমার চৌধুরী 


The right people are rude,
They can afford to be……
~ Somerset Maugham

পালিয়ে এসেছি । ভেবেছি নিষ্ঠুর ।
যেমন রৌদ্রের থেকে পালায় মানুষ ।

আজ সমস্ত শরীর হিম, উপদ্রুত মন
উষ্ণতার কথা ভাবি । তাঁর
রৌদ্র-মানবতার কথা ভাবি ।

বুঝি ওইনিষ্ঠুরতা অনিবার্য ছিল
আমি তার নির্ঝর শুনিনি ।

আজ তাঁর উৎসর্গের কথা মনে পড়ে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন