প্রেমভাঙা অসুখ
পার্থ ঘোষ
মনে জমা কথা নিয়ে,
যখন সূর্য হতে চাই,
ওঠার আগে,ফুল ঝরে পড়এ
থাকেনা অপেক্ষায়।
য্ত্ন করে,মেঘ বানালাম,
ব্রিষ্টি হল কই,
বাতাসে কেবল যাচ্ছে সরে,
মিশলনা কখনই।
একই পথে চলে,
শুধু,ভাবনা আলাদা,
বসন্তে রঙ ওড়ছে বাতাসে,
আমি রয়ে গেলাম সাদা।
দিনের শুরু ,রাতের শেষে,
তার ছবিই চোখে ভাসে,
শুধু জানেনা সে,
আজও ভালোবাসি তাকে।
বুকের ওপর পাথর চেপে,
সইছি যন্ত্র্না,
আজও তোর নামে শপথ দিলে,
ফেলতে পারি না।
আঘাতে আঘাতে পেরিয়ে অনেক,
সমুদ্র্র দেখে ভাবে সুখী জীবন,
পাহাড় আবার বাধা হয়ে,
করে শান্তনদীর দিক পরিবর্তন।
ভালোবাসা বাধা পেয়ে,
আমার বুকেই লাগল এসে,
ভুল করে,হয়ে যেতনা প্রেম,
কিছু কথা বললে হেসে।
ভাসতে গিয়ে,হারিয়ে এক,
দ্বিতীয় আর খুজিনা,
মুখোমুখি হলে কেন
এগোতে আর চাইনা?
কে বুঝল কার মনের মানে,
জীবনের অর্থ,ছোটে কোন কোনে?
হলনা বানানো বিশ্বাসের ঘর,
আমার বিশ্বাস,হয়ে গেল পর।
ফুলের ছোয়ায়,না পেয়ে সুখ,
কমত ফুললোভীর অসুখ,
বাতাস যদি সংগী করে,
সুগন্ধ আনত প্রানের ঘরে।
এই মরশুমে,বাতাস বয়েনা,
ডাকলে, কেউ সাড়আ দেয়্না,
জোর করে রাখতে হয়েছে,
মনের ভাঙা আয়্না।।
Thank you sharing the post. I am very enjoying and interested in the post.
উত্তরমুছুনCreator of clipping path