এক যুবক বলেছিল ভালোবাসি
মেঘলা আকাশ
আজ থেকে বহুবছর আগে এক যুবক বলেছিল ভালোবাসি,
বলেছিল তোমায় দিলাম নীল মেঘে ঢাকা আকাশ,
রোদেলা দিনের বিচিত্র পুস্পের কানন,
সাগরের ঢেউয়ে হৃদয় ভাসিয়ে হারিয়ে যাব দুজন,
আজ থেকে বহুবছর আগে এক যুবক বলেছিল ভালোবাসি.....
বলেছিল তোমায় দিলাম গানের সুরের ভোলা রাতের প্রহরের নীল নক্ষত্র,
জোছনা জাগানো নিশিথে প্রদীপ জ্বলা মেঠো পথের জোনাকি,
আজ থেকে বহুবছর আগে এক যুবক বলেছিল ভালোবাসি.....
ভালোবাসার সেই গল্পটা মাঝে মাঝে মনে পড়ে যায়,
খুবই কম,তারপর ও মনে পড়ে যায় হঠাত্ হঠাত্ ই বলেছিল তুমি কি হবে সেই স্বপ্নকুমারী,
সজল ধারার এই জোছনাময় চারিদিকে,
যার স্পর্শের মায়াজালে জাগে শীতল শিহরণ,
চাঁদের সাথে হবে একান্তে কিছু কথোপকথন,
হালকা হাওয়া ছুঁয়ে প্রদীপ শিখা জ্বলে,
হাতে হাত রেখে দুজনে দাড়িয়ে,
হারিয়ে যাব কোন এক সময় অসীম সীমাহীন সময়ের গহীনে,
আজ থেকে বহুবছর আগে এক যুবক বলেছিল ভালোবাসি,
অযথাই বলেছিল,দিয়েছিল রূপকথার গল্পকথা,
এক যুবক বলেছিল ভালোবাসি..................ණ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন