বৃত্ত
সাদিয়া খানম
বৃত্তকে ঘিরে আমরা সবাই
বৃত্তের
মাঝেই যেন সব,
বৃত্তকে ঘিরে জীবন যাপন
বৃত্তের মাঝে আমি, তুমি, ঈশ্বর ।
বৃত্তকে জুড়ে যুদ্ধ শান্তি
বৃত্তের বলে ক্ষমতা
প্রাপ্তি
বৃত্ত বলয়ে ধ্বংস-সৃষ্টি
বৃত্তের গহীনে সত্য
শুদ্ধি।
বৃত্তের ছকে লাল আর সবুজ
বৃত্তের বুকে যেনই
নিছক বন্ধন,
বৃত্তকে ঘিরে মাতি খেলায়
বৃত্তেরা মেলায়
যোগ, ভাগ, গুনফল।
বৃত্ত জানেনা বৃত্তের বৃত্তান্ত
বৃত্তের মানে আসল
নকল,
বৃত্ত সে নয় শুধুই এক বৃত্ত,
বিন্দু
বলে,” বৃত্ত, আমি যে তোমারই কেন্দ্রবিন্দু”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন