ভবঘুরে পথের এক পথিক
যদি রাতের মোলায়েম আলোয়
ফিরে আসতে ,
দেয়ালে ঝুলানো পুরানো ছবিটা
টুকরো কাপড়ে ঢেকে দিতাম ৷
বাজিয়ে শোনাতাম পুরানো দিনের
সেই গানগুলো ,
যে গানগুলোতে তোমার আমার
কথা থাকতো ৷
যদি ঊষালগ্নের আড়ষ্টতা ভেঙ্গে
ফিরে আসতে ,
জড়িয়ে নিতাম আলতো চুম্বনে ৷
রাঙিয়ে দিতাম ধরণী
রঙধনুর সাত রঙ ছিটিয়ে
শতকোটি পত্র-পল্লবে
এবং অসীমে ৷
যদি বিষণ্ণ দুপুরে
কাঠফাটা রোদে পুড়ে
ফিরে আসতে ,
বাতাবি লেবুর মিষ্টি শীতল
সরোবরে সজীব করে দিতাম
প্রগাঢ় মমতায় ৷
যদি ধূসর বিকেলে
গভীর নদীর
পাল তোলা নৌকার মাঝি হয়ে
ফিরে আসতে ,
আমি সে নদীর আবাহনী ঢেউ হতাম
দুলিয়ে যেতাম অনবরত
বাজিয়ে শোনাতাম
তোমার আমার নয়
সান্ধ্যকালীন ও নীড়ে ফেরার
কোনো আকুল আবাহনের গান ৷
এত আয়োজন শুধু তোমায় ভেবেই ,
শুধু তোমারই জন্য ৷
তবুও হবে তুমি বিলীন
আমার সমস্ত আশা-আকাঙ্ক্ষা
উপেক্ষা করে মিলিয়ে যাবে
গোধুলীর আবছা আলোয়
ধূসর-রঙা শান্ত
ঝিরিঝিরি মলিন কুয়াশায় ৷
পশ্চাতে কারো চোখের
আঙিনা জুড়ে যে
ঝড়ের প্রবল তান্ডব বইছে
জানবে , বুঝবে , তবু দেখবে না ফিরে
রবে অবিচল ৷
কারণ, তুমি যে এমনই -
গৃহহারা, ছন্নছাড়া ও ,
ভবঘুরে পথের এক পথিক ৷
কানিজ ফাতেমা খুশি
যদি রাতের মোলায়েম আলোয়
ফিরে আসতে ,
দেয়ালে ঝুলানো পুরানো ছবিটা
টুকরো কাপড়ে ঢেকে দিতাম ৷
বাজিয়ে শোনাতাম পুরানো দিনের
সেই গানগুলো ,
যে গানগুলোতে তোমার আমার
কথা থাকতো ৷
যদি ঊষালগ্নের আড়ষ্টতা ভেঙ্গে
ফিরে আসতে ,
জড়িয়ে নিতাম আলতো চুম্বনে ৷
রাঙিয়ে দিতাম ধরণী
রঙধনুর সাত রঙ ছিটিয়ে
শতকোটি পত্র-পল্লবে
এবং অসীমে ৷
যদি বিষণ্ণ দুপুরে
কাঠফাটা রোদে পুড়ে
ফিরে আসতে ,
বাতাবি লেবুর মিষ্টি শীতল
সরোবরে সজীব করে দিতাম
প্রগাঢ় মমতায় ৷
যদি ধূসর বিকেলে
গভীর নদীর
পাল তোলা নৌকার মাঝি হয়ে
ফিরে আসতে ,
আমি সে নদীর আবাহনী ঢেউ হতাম
দুলিয়ে যেতাম অনবরত
বাজিয়ে শোনাতাম
তোমার আমার নয়
সান্ধ্যকালীন ও নীড়ে ফেরার
কোনো আকুল আবাহনের গান ৷
এত আয়োজন শুধু তোমায় ভেবেই ,
শুধু তোমারই জন্য ৷
তবুও হবে তুমি বিলীন
আমার সমস্ত আশা-আকাঙ্ক্ষা
উপেক্ষা করে মিলিয়ে যাবে
গোধুলীর আবছা আলোয়
ধূসর-রঙা শান্ত
ঝিরিঝিরি মলিন কুয়াশায় ৷
পশ্চাতে কারো চোখের
আঙিনা জুড়ে যে
ঝড়ের প্রবল তান্ডব বইছে
জানবে , বুঝবে , তবু দেখবে না ফিরে
রবে অবিচল ৷
কারণ, তুমি যে এমনই -
গৃহহারা, ছন্নছাড়া ও ,
ভবঘুরে পথের এক পথিক ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন