নিত্যদিনের কীর্তিকথা
- অনির্বাণ মিত্র চৌধুরী
প্রতিদিন সূর্য ডোবে, সন্ধ্যা নামে, রাত হয়
আমার দু'চোখে ঘুম আসে না।
প্রতিদিন সূর্য উঠে, আলো ফোটে, ভোর হয়
আমার দু'চোখে ঘোর কাটে না।
প্রতিদিনই ভাবি, একটি নতুন সূর্য মানে
একটি নতুন সকাল, একটি নতুন শুরু।
সে আশাতেই ঘর ছেড়ে বের হই
প্রতিদিনের মতই।
এদিক-সেদিক দিগ্বিদিক কত ঘোরাঘুরি
এগলি-ওগলি কানাগলি কত ছোটাছুটি।
তারপর যথারীতি সন্ধ্যা নেমে আসে
তারারা উঁকি মারে সন্ধ্যার আকাশে।
আমিও ফিরে আসি ঘরে
ঘর্মাক্ত শরীরে।
স্বস্তির নিঃশ্বাস নিতে গা এলিয়ে দেই
দখিনা বাতাস ছুঁয়ে দিয়ে যায় তনুমন।
সঙ্গে একরাশ নিরাশা ভীড় করে নিউরণে নিউরণে
আমি আর স্থির থাকতে পারি না।
রাত বাড়তে থাকে
আর আমার দুঃশ্চিন্তার রেখাগুলোও।
এক সময় ঘুমাতে যাই
নতুন স্বপ্ন দেখব বলে।
কিন্তু, না।
ঘুমের ঘোরে সেই দুঃস্বপ্নেরা তাড়া করে
যথারীতি আমি চমকে উঠি।
এপাশ-ওপাশ করতে করতে রাত কেটে যায়।
আবার সূর্য উঠে, আলো ফোটে, ভোর হয়
আমার দু'চোখে ঘোর কাটে না।
আজন্ম সাধ
- অনির্বাণ মিত্র চৌধুরী
আমার আজন্ম সাধ রে কন্যা,
তোর কোলে একটু মাথা রাখি।
আমার জটভরা চুল তোর নরম হাতের আদর পাবে
আমি চুপটি করে ঘাপটি মেরে থাকবো
সেই মুহূর্তের অপেক্ষায়
আদিম অনুভুতি হৃদয়ে নাড়া দেবে।
আমার আজন্ম সাধ রে কন্যা,
তোর হাতে একটু হাত রাখি।
গায়ে গা লাগিয়ে পাশাপাশি হেঁটে যাবো বহুদূর
স্পর্শে স্পর্শে মনের ক্যানভাসে রচিত হবে
নতুন প্রেমের উপাখ্যান
হৃদয়ে বাজবে অনুরাগের সপ্তসুর।
আমার আজন্ম সাধ রে কন্যা,
তোর চোখে একটু চোখ রাখি।
চোখের ঐ নীলে আমি খুব গোপনে কাটবো সাঁতার
চোখে চোখেই না হয় কথা হবে;
নীরবতা রচিত হবে
দৃষ্টিসীমায় তোর মুখটাই হবে প্রগাঢ়।
আমার আজন্ম সাধ রে কন্যা,
তোর অধরে আমার অধর রাখি।
চুম্বনে চুম্বনে উপচে পড়বে আমাদের ভালবাসা
হৃদয় নিংড়ানো অনুভূতি হবে বিনিময়
স্বর্গীয় সে ভালবাসায়
মনে মনে বাড়বে প্রেম তিয়াসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন