কবিতা-শামীম পারভেজ

স্বাগতম হে বৈশাখ 

-শামীম পারভেজ 


বৈশাখ আসে -
রেগে ধেয়ে হাওয়ায় ভেসে তীব্র গতিতে
মায়াহীন মমতাহীন চেহারায় 
লন্ড ভন্ড করে ওলটে পালটে দেয় চারদিক
তার নয়ন অশ্রু জলে পরিষ্কার করে ধূলো বালি ময়লা
দূর হয় অতীতের দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণাগুলো 
তারপর হয় শান্ত  

বৈশাখ আসে -
তুলির আঁচড়ে আঁকা আলপনার কল্পনাতে
যাত্রা শুরু হয় ভবিষ্যতের রঙ্গিন স্বপ্ন নিয়ে
বেজে উঠে একতারার সুর 
বেজে উঠে ঢোল 
ভেসে আসে বাউলের গান 
আনন্দ উল্লাসে জেগে উঠে শিশু কিশোর জনগণ
চলে পান্তায় ইলিশ, শুটকী ভর্তা খাওয়ার উৎসব।

এসো হে বৈশাখ এসো -
রঙ্গিন বেলুন আর শান্তির পায়রা নিয়ে 
এসো আলিঙ্গন করি 
দৃঢ় ভাবে জাপটে ধরি
সুখের স্বপ্ন গড়ি 
সব কন্টক বাধা দূর হয়ে যাক 
স্বাগতম স্বাগতম এসো হে বৈশাখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন