কবিতা-শামীম পারভেজ

মায়া মমতা আর ভালোবাসায়

শামীম পারভেজ 


পানি নেই, করতে পারিনা গোসল
পলি নেই , ফলাতে পারিনা ফসল 
নিতে পারিনা শ্বাস নেই বিশুদ্ধ বায়ু
তাই কমে যাচ্ছে ধীরে ধীরে আয়ু 
রবির প্রচন্ড তাপে ঝলসে যাচ্ছে দেহ
রাখে কি দিকে দৃষ্ট, এর খোঁজ কেহ
খাবারে মিশেছে ফরমালিন নামের বিষ 
কিযে উঠেছে চুলকানি সারা দেহে ইশ
আর কত কষ্ট পোহাতে হবে জানিনা
আমি ক্যন্সারের রোগি সেতো পিছ ছাড়েনা

কোথায় আমার সবুজ শাড়ি
কোথায় আমার খড়ের বাড়ি
কোথায় আমার গোলা ভরা ধান
কোথায় জারি সারি ভাটিয়ালি গান
কোথায় আমার সোনালী আঁশ পাট
কোথায় বটের ছায়ায় বসানো হাট 
কোথায় গেলে ষাড় লাংগল জোয়াল
কে রাখে এখন সবের খেয়াল

হে আমার পেটের সন্তানরা 
বুক খালি করে রক্ত ঝরিয়ে গিয়েছিস চলে 
আমার সবুজ শাড়িতে লাল রঙ এঁকে 
এর ছায়াতলে এখনো বেঁচে আছি একটু সুখের আশায়
আমাকে করে গেছিস স্বাধীন 
আমিতো এমনই স্বাধীন 
আমার দেহের উপর চলে অত্যাচার 
জ্বলে আগুন পুড়ে হয় ছাড়কার।

তোদের মনে পড়ে বারবার 
আমিতো নই হারবার 
যত কষ্ট দুঃখ বেদনা থাকুক 
শুধু বেঁচে থাকবো একটি আশায় 
তোদের রেখে যাওয়া 
মায়া মমতা আর ভালোবাসায়

1 টি মন্তব্য: