'উল্টোস্রোত'
খুব বেশী নিচু হতে নেই
খুব করে বলতে তুমি
করজোড়ে তোমার সামনে বসে যেতাম যখন।
খুব বেশী বাঁচতে নেই
বাঁচার অর্থ বুঝার আগেই
মরে যাওয়ার প্রচন্ড তাগাদা দিতে তুমি
বেঁচে থাকাতে নাকি সুখ নেই কোন।
কী জানি!বুঝি না কিছুই।
খুব বেশী ভালবাসতে নেই
খুব করে বুঝাতে আমায়
ছোট ভাইটির মতো বুকে জড়িয়ে
কান্নায় ভেঙ্গে পড়া ভিতরটা লুকিয়ে
খুব করে বলতে তুমি
খুব বেশী কাঁদতে নেই।
খুব বেশী সুখী হতে নেই
একটি কবিতা লিখতে পারলেই
হাজার জন্মেও তৃপ্তি-অফুরান
মুখ ভরে বলতে তুমি।
তন্ময় আলমগীর
খুব বেশী নিচু হতে নেই
খুব করে বলতে তুমি
করজোড়ে তোমার সামনে বসে যেতাম যখন।
খুব বেশী বাঁচতে নেই
বাঁচার অর্থ বুঝার আগেই
মরে যাওয়ার প্রচন্ড তাগাদা দিতে তুমি
বেঁচে থাকাতে নাকি সুখ নেই কোন।
কী জানি!বুঝি না কিছুই।
খুব বেশী ভালবাসতে নেই
খুব করে বুঝাতে আমায়
ছোট ভাইটির মতো বুকে জড়িয়ে
কান্নায় ভেঙ্গে পড়া ভিতরটা লুকিয়ে
খুব করে বলতে তুমি
খুব বেশী কাঁদতে নেই।
খুব বেশী সুখী হতে নেই
একটি কবিতা লিখতে পারলেই
হাজার জন্মেও তৃপ্তি-অফুরান
মুখ ভরে বলতে তুমি।
বাহ্! মন ভরানো কবিতা। শুভ কামনা।
উত্তরমুছুন