অন্তহীন বিচরণ
বিচরণ তোমার সহস্র মানসপটে,
স্বপ্ন ছবি আঁকো স্বমনে ৷
বসত কার ধ্যানে,
পারো না বলতে তা অকপটে ৷
ভালোবাসার রঙ তুলি তোমার,
ছবি এঁকে যায় এলোমেলো ৷
ভালোবাসার উত্তাল সমুদ্রে ঝড় তুলে,
পথ হারাও কখনো বা হও দিশেহারা ৷
হৃদয়ের নির্জন দ্বীপে রঙিন চাষাবাদ,
জানা-অজানা হাজারো ফুলের
সৌরভে পুলকিত মন,
উদ্বেলিত হৃদয়ে
নিশ্চয়ই ভাষা বিকশিত হবে কোনো একদিন ৷
ভালোবাসার বিশাল অন্তর, প্রকাশহীন
বলেই, ঠকে যাচ্ছে অহরহ প্রতিনিয়ত,
শিল্পীর যুক্তিহীন অবুঝ হৃদয়
বুঝে না কোনো অনুভুতি,
জানে না কী চায় ৷
তবুও,
বেলা শেষে যখন
ব্যথা-বিষে হবে আক্রান্ত,
জীবনের আশাহত ক্লান্ত মূহুর্তে
না পাও যদি,
সজীব সতেজ আকাশ,
নির্মল অমল বাতাস,
কিংবা,
শীতল স্নিগ্ধতা ও সুখ-স্বপ্ন !
তাহলে.....?
অ-ছোঁয়া নীলিমায়
অসীম দিগন্তের ব্যাপকতায়
অন্তহীন বিচরণ করো সহস্র মানসপটে ৷
কানিজ ফাতেমা খুশী
বিচরণ তোমার সহস্র মানসপটে,
স্বপ্ন ছবি আঁকো স্বমনে ৷
বসত কার ধ্যানে,
পারো না বলতে তা অকপটে ৷
ভালোবাসার রঙ তুলি তোমার,
ছবি এঁকে যায় এলোমেলো ৷
ভালোবাসার উত্তাল সমুদ্রে ঝড় তুলে,
পথ হারাও কখনো বা হও দিশেহারা ৷
হৃদয়ের নির্জন দ্বীপে রঙিন চাষাবাদ,
জানা-অজানা হাজারো ফুলের
সৌরভে পুলকিত মন,
উদ্বেলিত হৃদয়ে
নিশ্চয়ই ভাষা বিকশিত হবে কোনো একদিন ৷
ভালোবাসার বিশাল অন্তর, প্রকাশহীন
বলেই, ঠকে যাচ্ছে অহরহ প্রতিনিয়ত,
শিল্পীর যুক্তিহীন অবুঝ হৃদয়
বুঝে না কোনো অনুভুতি,
জানে না কী চায় ৷
তবুও,
বেলা শেষে যখন
ব্যথা-বিষে হবে আক্রান্ত,
জীবনের আশাহত ক্লান্ত মূহুর্তে
না পাও যদি,
সজীব সতেজ আকাশ,
নির্মল অমল বাতাস,
কিংবা,
শীতল স্নিগ্ধতা ও সুখ-স্বপ্ন !
তাহলে.....?
অ-ছোঁয়া নীলিমায়
অসীম দিগন্তের ব্যাপকতায়
অন্তহীন বিচরণ করো সহস্র মানসপটে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন