কবিতা-মোঃ আদনান সিফাত

ভালবাসার নীল-কষ্ট

মোঃ আদনান সিফাত


আমি তোমায় জীবনানান্দের বনলতার সাথে তুলনা দেব না
আমি জানি তুমি শুধু তোমারই উপমা,
তোমার কালো কেশ যখন উতঙ্গ পবনে উড়ে তখন,
স্বয়ং বনলতাও লজ্জায় আঁচল দিয়ে তার শ্রী লুকিয়ে ফেলে
মনালিসাকেও হার মানায় তোমার মুখের হাসি
হৃদয় মাঝে করছে বসত না বলা কথা
               "ভালবাসি"
অবদমনের অগ্নি পোড়াচ্ছে বিনিদ্র রাত্রি
ঘুমের ঘোরে তোমার সেই চিন্ময়ী-মৃন্ময়ী রুপ
কেড়ে নিয়েছে আমার নিশি নিদ্রা
তুমি আমার ভোরের প্রার্থনা;
আনন্দ তুমি আমার,অপার বেদনা
আমি জানি তুমি আমায় কখনও  ভালবাসবেনা
আমায় দুঃখ দেবে দাও, এটা নতুন কিছু নয়
আমার চলে যাওয়াও তোমায় ব্যথিত করবেনা
আমি তোমার দেয়া  প্রতিটি নীল কষ্টকে
নীল-পদ্ম রুপে আমার হৃদয়ের ভালবাসার ফুলদানীতে
সাজিয়ে রেখেছি আমার নীল-ভালবাসাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন