বিবশ রাতের শেষে
রাত্রি শেষে কামনার চোখ রাখি নেটের দেয়ালে
বুনে যাই লাল নীল হলুদ গোলাপি কতো জাল
ধ্যান ভেঙে মনিটরে চোখ রাখি কোন বেখেয়ালে
মুগ্ধ হয় মাছরাঙা; চটপটে মাছেদের ফাল
ক্লান্তিহীন নদীস্রোতে শক্ত করে ধরে রাখি হাল।
ক্লিক ক্লিক শব্দে খোলে উর্বসী ঘোমটা একে একে
মাখনের মতো দেহ দেখে দেখে হয়রান হয়ে
নাওয়ের গতি ঘোরে আফ্রিকা সাম্বার দেশে বেঁকে
চোখের সাগর শুধু উন্মাতাল ঢেউ সয়ে সয়ে
বিছানায় কাতরায় হিনতাই স্মৃতিটুকু লয়ে।
বিবশ রাতের শেষে দলিত কাথার মতো দেহ
কেউ নেই চারপাশে, মাউস আর কালো মনিটর
প্রিয়জন প্রতিবেশী ফ্যালফ্যাল স্মৃতিময় গৃহ
সুহাসিনী কার ঘরে ক্যামেরায় ওঠে তরতর
উঁইপোকা দেহ খায়; মনে লাগে অবেলায় ডর।
সার্চ করি দিনরাত মা বাবার মায়া ভরা কোল
সর্ষের হলুদ ফুলে প্রজাপতি নাচানাচি খেলা
আমের বোড়ার বাঁশি, খেতে চাই দোলনাতে দোল।
মনসুর আজিজ
রাত্রি শেষে কামনার চোখ রাখি নেটের দেয়ালে
বুনে যাই লাল নীল হলুদ গোলাপি কতো জাল
ধ্যান ভেঙে মনিটরে চোখ রাখি কোন বেখেয়ালে
মুগ্ধ হয় মাছরাঙা; চটপটে মাছেদের ফাল
ক্লান্তিহীন নদীস্রোতে শক্ত করে ধরে রাখি হাল।
ক্লিক ক্লিক শব্দে খোলে উর্বসী ঘোমটা একে একে
মাখনের মতো দেহ দেখে দেখে হয়রান হয়ে
নাওয়ের গতি ঘোরে আফ্রিকা সাম্বার দেশে বেঁকে
চোখের সাগর শুধু উন্মাতাল ঢেউ সয়ে সয়ে
বিছানায় কাতরায় হিনতাই স্মৃতিটুকু লয়ে।
বিবশ রাতের শেষে দলিত কাথার মতো দেহ
কেউ নেই চারপাশে, মাউস আর কালো মনিটর
প্রিয়জন প্রতিবেশী ফ্যালফ্যাল স্মৃতিময় গৃহ
সুহাসিনী কার ঘরে ক্যামেরায় ওঠে তরতর
উঁইপোকা দেহ খায়; মনে লাগে অবেলায় ডর।
সার্চ করি দিনরাত মা বাবার মায়া ভরা কোল
সর্ষের হলুদ ফুলে প্রজাপতি নাচানাচি খেলা
আমের বোড়ার বাঁশি, খেতে চাই দোলনাতে দোল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন