একটা চিঠি আর কিছু কষ্ট
অদ্রি আহমেদ
কেমন আছিস তুই? নিশ্চয়ই খুব ভাল।
আর থাকবি ই বা না কেন তুই যা চেয়েছিলি তাইতো হয়েছে।
চলে গেছি আমি তোর জীবন থেকে ।
সরে এসেছি তোর পথ থেকে ।
জানিস আমি না বড্ড কষ্ট পাই তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না ।
জানিস তোকে যখন দেখতাম হৃতপিণ্ডটা কেঁপে ওঠত !!
এখনো সেটাই হয় ঠিক আগের মত তুই জানিসও না !!
পাত্তাও দিস না ।তুই এত নিষ্ঠুর হয়ে যাবি কখনো ভাবতে পারিনি ।
তুইতো জানতি আমি তোর কণ্ঠ না শুনে থাকতে পারিনা
বলেছিলি কখনো ছেড়ে যাবি না !! তাহলে কেন এমন হল ?
জীবনে চলার পথে প্রতিটা বাধা তুই আমাকে তোর হাত ধরে পার করিয়েছিলি ।
এখন আমি কিভাবে এই বাধাগুলো পার করবো ??
আমি কি এই মাঝ পথ এ এসে সব কিছু হেরে যাব??
আমি আজও তোর এমন করার কারন খুজে পাইনি
হয়ত পাব না কোন দিন !! ঠিক যেমন তোকে পাব না ।
আচ্ছা আমার কথা কি তোর একটুও মনে পরে না ?
মনের কিছু অব্যাক্ত কথা ভেবেছিলাম তোকে বলব...
কিন্তু কথা গুলো বলার আগেই তুই আমার কাছ থেকে অনেক দূরে চলে গেলে...
কোনদিন কল্পনাও করতে পারি নাই যে , তই এভাবে ছেড়ে চলে যেতে পারবি...
এখন আমার কিছুতেই সময় কাটতে চায় না...শুধু তোর স্মৃতিগুলো এখনো আমাকে কাদাঁয়..
আমি ভাল নাই...সত্যিই তোমাকে ছাড়া আমি বড্ড একা হয়ে গেছি...
এখন আমি বুঝি তোকে কতটা ভালবেসেছিলাম।
তোর যায়গাতে কেউ পৌছাতে পারিনি আর হয়তোবা পারবেও না।
আজও আমি এপারে দাড়িয়ে তোর অপেক্ষায় প্রহর গুনি।
প্রতিদিন ই স্বপ্নদেখি তুই এসেছিস। হয়তোবা তুই আর কখনই ফিরবিনা,
হয়তোবা আমরা দুইজন কোন ভিন্ন মানুষের সাথে বাধা পড়বো
কিন্তু মনের ছাপটা চিরদিনই তোকে খুজে ফিরবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন