কবিতা-সিপাহী রেজা

প্রয়োজনের গপ্প

সিপাহী রেজা


প্রয়োজনে কাউকেই পাওয়া যায় না,
না পেন্সিল - না ইরেজার - না কাটার
প্রয়োজনে কেউই এলো না
না আমি - না তুমি - না সে
ঠিক আছে, দেখা হবে অযথাই...
চলতে ফিরতে হয়তোবা চা'য়ের দোকানে, কিংবা
বেমালুম ভুল করে কোনো এক লাশের ভাগাড়ে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন