কবিতা-জিয়াউর রাহমান জনি

বৃষ্টি পড়ে

জিয়াউর রাহমান জনি


বৃষ্টি পড়ে ঝুম ঝুমিয়ে
নূপুর পড়া পায়েতে,
বৃষ্টি এলে জমে উঠে
আড্ডাবাজী চা'য়েতে।
বৃষ্টি পড়ে ফোটা ফোটা
আকাশ থেকে মাটিতে,
মজা করে লুডু খেলা
বসে শীতল পাটিতে।
বৃষ্টি পড়ে টিনের চালে
ছন্দ ভরা আওয়াজে,
বৃষ্টি এলে মনে পড়ে
চাল,গম ভাজা খাওয়া যে।
বৃষ্টি পড়ে আম বাগানে
আম পড়ে ঝুঁড়িতে,
বৃষ্টি এলে ভালো লাগে
বুনা খিচুড়িতে।
বৃষ্টি পড়ে শহর গ্রামে
থৈ থৈ পানিতে,
বৃষ্টি এলে মানুষ মরে
কষ্ট হয় যে মানিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন