আবর্তন
শশাংক বিশ্বাস
সবকিছু ফিরে যায় মূলে
মাঝপথে কিছুটা সময়
জীবনের প্রয়োজনে ।
লাল, নীল স্বপ্নের মেলা
হাসি-কান্নার খেলা ;
অনাকাংক্ষিত কিছু সুখ
ভিড় করে চুপিসারে-
সরিয়ে দুখ ;
হিসাব নিকাশের ব্যবচ্ছেদ
অর্থহীন অনুচ্ছেদ-
নতুন ভিত গাড়ে
চলে পুরাতনের উচ্ছেদ ;
সময়ের আবর্তনে বিদায়ের কথা বলে
প্রকাশিত হয়-
জীবনের ভারে ক্লান্ত শরীরে
সেটে থাকা বাতিলের সিলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন