কবিতা-কানিজ ফাতেমা খুশী

বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকাল

কানিজ ফাতেমা খুশী


বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকাল সবুজ কচি পাতায়
রূপালি ক্রিস্টাল ফোঁটা ঝিকমিক, থরে থরে সাজানো
ভেজা কাকের খানিক পর পর নড়ে চড়ে বসা

মগজে তোলপাড় তোলে, বজ্রপাতের কড়া আওয়াজ
অবিরত ঝিরিঝিরি বৃষ্টি , সঙ্গে নিয়ে
মিষ্টি হিমেল হাওয়ার কৃষ্টি ....
ইচ্ছে হয় হাওয়ার মতন উড়ি, ঘুরি,
নেচে গেয়ে আলোড়ন তুলি

এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুঁয়ে চলি, আঁকড়ে থাকি
সবুজের বিশালতায়
উড়ন্ত পাখির কিচিরমিচির শব্দ শুনি, ভোরের পবিত্রতা
আর চারিপাশে অঢেল শান্তি দেখি, সৌহার্দ্য দেখি,
রোদের মৃদু উষ্ণতা দেখি

পেছনে কারো হাতের ইশারা দেখি, মুগ্ধ হয়ে বলি,
এরই অপেক্ষায় ছিলাম ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন