কবিতা-আহমেদ তানভীর

দৃশ্যহীন অশ্রুবিলাস

আহমেদ তানভীর


টেলিফোনের ওপাশে ঝিরিঝিরি বৃষ্টি হয়, এপাশে তুমুল রোদ্দুর!
ওপাশে খিলখিল করে হাসে কেউ, এপাশে আচানক বিষণ্নতা!
এই নাটকীয় একান্নো মিনিট এগারো সেকেণ্ড না হলেও চলতো।

মন খারাপের কোনো ঘরবাড়ি নেই, সংসারের পিছুটান নেই!
তবু বিষাদের তীব্র গন্ধ আসে ইথারের দৃশ্যহীন অবয়বে;
জানালার গ্রীলে ঝুলে থাকে মন খারাপের নতুন প্রজন্ম!

ছেড়ে দেওয়া টেলিফোনে অবিরাম ঝরে পড়ে অশ্রুবিলাস,
বাতাসে বাতাসে কেবলই একাকার অবিরাম ভালোবাসা!      
পৃথিবীর খোলা মাঠে এখন বাতাসে বাতাসে তুমুল সঙ্গম!

২টি মন্তব্য:

  1. আহমেদ তানভীর-এর প্রতিটি লেখাই পড়ার চেষ্টা করি।
    ছোট ছোট কথায় অনেক বড় বড় অর্থ বহন করে তার প্রতিটি বাক্য চয়নে।
    প্রিয় আহমেদ তানভীর, আপনার কবিতায় প্রান আছে, প্রেম আছে, আছে বিরহ।
    যেন জীবনের দর্পন।

    উত্তরমুছুন