আমাদের এমনই প্রেম
কোন এক গভীর রাতে,
আকাশে পূর্ণ চাদেঁর দিকে
জানালার ধারে;
আমার ক্লান্ত দেহ থাকে পড়ে
অন্ধকারে বিছানার উপরে,
আর আমি ;
বারবার শুধু তোমারেই করি মনে।
হঠাৎ শীতল হাওয়া জানালায়
দিয়ে যায় দোলা,
তোমার জানালার ভিতর দিয়ে
দখিনা বাতাসের সাথে মিশে,
আমার নিশ্বাস যেয়ে ঢোকে
তোমার নিশ্বাসে ;
কোন এক গভীর রাতে,
আকাশে পূর্ণ চাদেঁর দিকে
জানালার ধারে;
তোমারও ক্লান্ত দেহ থাকে পড়ে
অন্ধকারে বিছানার উপরে,
আর তুমি;
বারবার শুধু আমারেই করো মনে।
-ডি মুন
কোন এক গভীর রাতে,
আকাশে পূর্ণ চাদেঁর দিকে
জানালার ধারে;
আমার ক্লান্ত দেহ থাকে পড়ে
অন্ধকারে বিছানার উপরে,
আর আমি ;
বারবার শুধু তোমারেই করি মনে।
হঠাৎ শীতল হাওয়া জানালায়
দিয়ে যায় দোলা,
তোমার জানালার ভিতর দিয়ে
দখিনা বাতাসের সাথে মিশে,
আমার নিশ্বাস যেয়ে ঢোকে
তোমার নিশ্বাসে ;
কোন এক গভীর রাতে,
আকাশে পূর্ণ চাদেঁর দিকে
জানালার ধারে;
তোমারও ক্লান্ত দেহ থাকে পড়ে
অন্ধকারে বিছানার উপরে,
আর তুমি;
বারবার শুধু আমারেই করো মনে।
বিদায়
-ডি মুন
অনেক বিকেল অপব্যয় করে
নির্জনে একা একা জলাশয়ের পাশে ঘাসের উপরে বসে
দেখেছি গোধূলির রূপ
মেখেছি সূর্যের রঙ
শুনেছি রাত্রির গান
যেখানে বাতাসে দুলে ওঠে
বাবুই পাখির সংসার,
দীর্ঘ তালগাছটার ছায়া ক্রমে
মিলিয়ে গেছে যে অন্ধকারে,
আজ নয় সে বহুদিন আগে;
অসহ্য লাগে তাই আজ শহরের ভীড়
এখানে আমিই শুধু একা
সকলের মাঝে ;
আমার কানেই বাজে যন্ত্রের নষ্টামি দিনে আর রাতে,
অস্ফুটে গুমরে মরে হৃদয়ের স্বর
কোথাও আসন না পেয়ে;
আজ ভীষণ ক্লান্ত আমি
ভীষণ একাকী আমি
দুর্বল হৃদয় নিয়ে নগরের পথে;
কোনদিন যেন আর না আসিতে হয়
যাবার বেলায় তাই ভাবি মনে মনে,
অচল মানুষ আমি কিবা বুঝি
এই নগর আর সভ্যতার মানে !
গোধূলির কাছে তবু ঠিকানা গেলাম রেখে
যদি কভু অবসর মেলে তুমি নিয়ো দেখে;
চলে এসো একদিন নির্জনে একা একা
নগরীর প্রলোভন ভুলে,
দেখবো গোধূলির রূপ
মাখবো সূর্যের রঙ
শুনবো রাত্রির গান
পাশাপাশি দুইজনে বসে
জলাশয়ের পাশে ঘাসের উপরে,
আজ থেকে অনেক সন্ধ্যা পরে
তোমার পথ চেয়ে
আমার সুদীর্ঘ অপেক্ষার অবসানে ;
নির্জনে একা একা জলাশয়ের পাশে ঘাসের উপরে বসে
দেখেছি গোধূলির রূপ
মেখেছি সূর্যের রঙ
শুনেছি রাত্রির গান
যেখানে বাতাসে দুলে ওঠে
বাবুই পাখির সংসার,
দীর্ঘ তালগাছটার ছায়া ক্রমে
মিলিয়ে গেছে যে অন্ধকারে,
আজ নয় সে বহুদিন আগে;
অসহ্য লাগে তাই আজ শহরের ভীড়
এখানে আমিই শুধু একা
সকলের মাঝে ;
আমার কানেই বাজে যন্ত্রের নষ্টামি দিনে আর রাতে,
অস্ফুটে গুমরে মরে হৃদয়ের স্বর
কোথাও আসন না পেয়ে;
আজ ভীষণ ক্লান্ত আমি
ভীষণ একাকী আমি
দুর্বল হৃদয় নিয়ে নগরের পথে;
কোনদিন যেন আর না আসিতে হয়
যাবার বেলায় তাই ভাবি মনে মনে,
অচল মানুষ আমি কিবা বুঝি
এই নগর আর সভ্যতার মানে !
গোধূলির কাছে তবু ঠিকানা গেলাম রেখে
যদি কভু অবসর মেলে তুমি নিয়ো দেখে;
চলে এসো একদিন নির্জনে একা একা
নগরীর প্রলোভন ভুলে,
দেখবো গোধূলির রূপ
মাখবো সূর্যের রঙ
শুনবো রাত্রির গান
পাশাপাশি দুইজনে বসে
জলাশয়ের পাশে ঘাসের উপরে,
আজ থেকে অনেক সন্ধ্যা পরে
তোমার পথ চেয়ে
আমার সুদীর্ঘ অপেক্ষার অবসানে ;
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন