কবিতা-মোহাম্মদ আশরাফ

পাখি পতঙ্গ

মোহাম্মদ আশরাফ



শহরের ধূলো জমা কাঁচের জানালায় 
নিভৃতে ঝুলে থাকা সাহারার রুক্ষতাকে - 
মেঘমালা হতে খসে পড়া 
শুভ্র বৃষ্টিবিন্দুগুলো মুছে দেয়। 
মুছে দেয় পিঁপড়ের শরীরের দুর্গন্ধ 
যা পিচঢালা পথ বেয়ে নেমে যায় স্যুয়ারেজে। 
বাতাসের তোড়ে জানালার এক কোনে 
মাকড়সার চক্রাকার গৃহটির বুননে চির ধরে, 
কিছু ঘাসফড়িং এর চারপাশে 
দীর্ঘক্ষণ একটানা নেচে যায়। 
দূরে ল্যাম্পপোষ্টের পাশে থাকা ডাস্টবিনে 
স্তুপকৃত পঁচা খাদ্যকণাগুলো - 
মিলেমিশে খেয়ে চলে কাক কুকুর। 
একটি চড়ুই পাখি ছানাগুলি বুকে নিয়ে 
ভেন্টিলেটরের ফাঁক দিয়ে এই দৃশ্য দেখে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন