কবিতা-ওসমান মাহমুদ

শরাহত পাখি

-ওসমান মাহমুদ


বিমুখ প্রান্তরে মুখ থুবড়ে পড়ে আছে
শায়কবিঁধা পাখি।
তার চোখেও ছিলো একদিন স্বপ্নময় সবুজ
অথচ এখন শিরায় শিরায় মরুর খরা
দারুণ বিভীষিকা-
শকুনের স্পর্ধিত থাবার নীচে
নতজানু তার শরাহত দেহ,
যেখানে এখন লোভের লকলকে জিব
জিবের লালা-অজস্র পোকার আধিপত্য।

তৃষ্ণার্ত পাখির চোখে জল নেই
স্বপ্ন নেই-
যেনো মূর্তিময় দু'টি পাথর দানা।
ক্রমে বাড়ে নাভিশ্বাস
উদরে ক্ষুধার জ্বালা
তার শস্যের ক্ষেতে নেই বাতাসের ঢেউ।
পলিহীন বন্ধ্যামাটি;
অদৃশ্য হাত রুখে দিয়েছে
তেরোশ নদীর ধারা।

ইদানীং মুমূর্ষ -বিষন্ন পাখিটি
ওড়ার স্বপ্নে বিভোর
কোন্ পবিত্রতম কোমল দু'টি হাত
তাকে তুলে দেবে নীল দিগন্তে!

সে আশায় তাকিয়ে পাখি অষ্ট্রপ্রহর
পৃথিবীর পথে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন