কবিতা-তন্ময় আলমগীর

তোমায় বুঝার মূল্য চাই

তন্ময় আলমগীর

নদীর বুকে সূর্য উদয়
ডানা মেলে উড়ছে সকাল
উড়ছে সময়
উদাস হাওয়া করছে মাতম
শাদা সুখের তপ্ত জলের মরুর সাথে
সেই প্রভাতে

আমার কাছে তোমার শরীর নাই-বা নাচে
খুব যতনে পাগলা মনে
দেখবে হাতড়ে?
শকুন চোখে দেখো সাতরে
দেখো,দেখো এইখানে
তীরের মতো
না, না, কালের স্রোতে অবিরত
আছো গেথেঁ।

রেলিং ঝুকে কথার ফাঁকে
চোখ মুছে ফের চোখের বানে
গর্তে ভরা পথের বাঁকে
রাজ-দোহিতায় তোমায় সাজাই
কারণ তোমার রাজ-ভুবনে
আমি- একা
তার উপরে ইকটু বোকা
সাজা পেলেও পাই মজা পাই।

তোমার পায়ে আর কিছু না
লক্ষ্মী-মনা
তোমায় বুঝার মূল্য চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন