শিঞ্জিনী
আতিকুর রহমান
কাছে হতে দূরে,মরণের আগে হতে পরে,
কপটে কপটে ভরিয়েছি মন।
তবু; তার মাঝে-
‘শিঞ্জিনী’রে স্বরঙ্গময়
আপনার মেন দিয়েছি স্থান।
বেঁধেছি তাহারে মায়ার বন্ধনে
এই হৃদে ক্রন্দনে ক্রন্দনে
হিমান্তময় সিঞ্জিতে সিঞ্জিতে জেগেছে বিষ্ময়।
ওগো অগ্নিময়িনী!
সুক্ষীণ নয়নাগ্নে সম্মোহন করিলে কেমনী?
কোমনে ভজিলে এ তপসা
মোর পদ্মবনে আসি! সহসা
তাই রক্ষিতে প্রলয়কালে
অভিমানি শোকার্তমন কাঁদে অনাদরে।
কেমনে হায় ভীমচিত্তময়ী
বিরাগীরে বৈরাগ্য হতে ফিরাইলে বিনয়ী!
জানি যে, জান তুমি হায়!
এ পাষাণ শুধু তোমা নয়।
সে যে সদা মগ্ন মায়া সংকীর্তনে,
প্রেমময়ধরিত্রী গঠিনু স্বপনে।
তাই ‘শিঞ্জিনী’রে দিয়েছি স্থান আপনার মনে
পদ্মাক্ষীরূপে ক্ষীণ প্রয়োজনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন