কবিতা-আতিকুর রহমান

শিঞ্জিনী

আতিকুর রহমান

কাছে হতে দূরে,
মরণের আগে হতে পরে,
কপটে কপটে ভরিয়েছি মন।
তবু; তার মাঝে-
শিঞ্জিনীরে স্বরঙ্গময়
আপনার মেন দিয়েছি স্থান।
বেঁধেছি তাহারে মায়ার বন্ধনে
এই হৃদে ক্রন্দনে ক্রন্দনে
হিমান্তময় সিঞ্জিতে সিঞ্জিতে জেগেছে বিষ্ময়।

ওগো অগ্নিময়িনী!
সুক্ষীণ নয়নাগ্নে সম্মোহন করিলে কেমনী?
কোমনে ভজিলে তপসা
মোর পদ্মবনে আসি! সহসা
তাই রক্ষিতে প্রলয়কালে
অভিমানি শোকার্তমন কাঁদে অনাদরে।
কেমনে হায় ভীমচিত্তময়ী
বিরাগীরে বৈরাগ্য হতে ফিরাইলে বিনয়ী!
জানি যে, জান তুমি হায়!
পাষাণ শুধু তোমা নয়।
সে যে সদা মগ্ন মায়া সংকীর্তনে,
প্রেমময়ধরিত্রী গঠিনু স্বপনে।
তাইশিঞ্জিনীরে দিয়েছি স্থান আপনার মনে
পদ্মাক্ষীরূপে ক্ষীণ প্রয়োজনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন