কবিতা-পাভেল আল ইমরান

অতীতের চোরাবালি 
পাভেল আল ইমরান

তোমাদের সাথে যে কথোপকথন 
এত ভালবাসা -আবেগ ঝরানো কথা 
সংগীত জলসা -আড্ডা - হর্ষে মাতোয়ারা 
ঘাস ফুলে প্রজাপতি উড়াউড়ি খেলে
পাশাপশি বসা চায়ের কাপের ধোঁয়া
দীর্ঘক্ষণ দুষ্টুমি কখনো অভিমান 
এই যে এক্ষনি বসে এথা আলাপন 
কপোত-কপোতি চোখাচোখি বিভোরতা

থাকবে না - কিছুক্ষণ পর থাকবে না 
অতীতের চোরাবালি সব গিলে খাবে
রবেনা স্থান - সময় - এই মূখ
পারবো না আমি বেঁধে রাখতে কিছুই

কথা ভাবতে হৃদয় কাতরে উঠে 
সব বর্তমান এক্ষণই গত হবে... !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন