কবিতা-মোহাম্মদ আমজাদ হোসেন

ইচ্ছা জাগে

মোহাম্মদ আমজাদ হোসেন


বেহিসাবি মরনের সংখ্যা আমায় উম্মাদ
করে তুলছে , আজ আজ্রাইল হতে
চায় মন মানুষ নামের হায়নার 
উপর অকাতরে গুলি চালাতে
কিন্তু! নিয়তীর পরিহাস
আমি যে মানব নামধারী পশু
বিবেকের নিম্নে আজ মিথ্যায় ডুবে
করছি অর্থ কুড়ি, পরকাল ভুলে
এখন কি হচ্ছে এসব না ভেবে
চলছে গুলি মানুষ রে বুকে
চলছে  ঋতু পরিবর্ত নের সাথে
মানুষের ঝরে পরা, এই ফাগুনে
সত্যিই আমি আজ উম্মাদ
চাই আজ্রাইল হতে, যাতে করে
ভাত টিপার মত টিপে, টিপে মারতে পারি
এই মানুষ নামের জানোয়ার গুলোকে
যারা অসত্যে ডুবে সত্যের পরিচালনা করছে
সত্যিই বেহিসাবি মরনের সংখ্যা 
আমায় পাগল করছে
এই এক চলা ঋতু দেখে
কে আছে আমায় আজ্রাইল বানাবে।

মরন সুত্র
লাগামহীন মরনে, কবর হবে তরনে
মুক্ত টাকার উরনেপুলিশ মারে সরনে
বন্ধ কর টাকার উরন, হবেনা আর কবর বরন
ইচ্ছা
ফ্যাসিবাদ বন্ধ কর
উমর ( রা :) নীতি আবার ধর
জাগো....... জাগো ........ জাগো মুসলিম যুবক
অর্ধ  পৃথিবী   শাসন কর
ইচ্ছা
জাগতে হবে ধরতে হবে
ঈমান ওলা হতে হবে
দেশ রখা করা ঈমানি কাজ
ইসলামী নীতি জাগ্রত হবে
জয়
ফাগুন ঝরায় গাছের পাতা
যুবক ঝরাবে ফ্যাসিবাদ কথা
কোরআন নীতির জয় হোক
ইসলামী নীতি বুলন্দ হোক
জাগো....... জাগো ........ জাগো যুবক
এখুনি সময় জাগবে যুবক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন