কবিতা
ফেরদৌস জামান
অন্ধকার আরও ঝেঁকে বসো। কেননা চোখ মেললে এখনো আবছা আলো দেখতে পাই। সে আবছা আলোয় ঘরের সিলিঙ দেখতে পাই।
আমি যেমনটা ভেবে রেখেছি। একদিন ঐ সিলিঙ থেকে ঝুলে পড়বো। সবকিছুই ঠিক করা আছে। কেবল সুইসাইড্ নোটটাই বাকী। কিছুতেই কিছু লিখে উঠতে পারছি না।
অথচ বেঁচে থাকার জন্যে কয়েকটি শব্দের একটি বাক্য একটি কারণই যথেষ্ট
রাজহংসী তুমি যে পুকুরে নাইতে নামো তার পাড়ে বড় গাছটার মগডালে এক ডানা ভাঙা ঘুঘু থাকে। ডানা ভেঙে যাওয়ার পর সেও মরে যেতে চেয়ছিল।
কিন্তু সুইসাইড্ নোট লেখা ছিলনা বলে আমি তাকে মরতে দেই নি। খাতা আর কলম দিয়ে তাকে রেখে এসেছিলাম গাছের মগডালে। আগে সুইসাইড্ নোট তারপর সুইসাইড্ ।
তারপর অনেকদিন পর একদিন ভর দুপুরে মুখোমুখি হই বড় গাছটার। আমাকে দেখে মুচকি হাসে ঘুঘু। সুইসাইড্ নোট লিখার খাতা ভর্তি কবিতা আর কবিতা! কথোপকথনের এক পর্যায়ে সে বললো, কবিতা নাকি তাকে বাঁচতে শিখিয়েছে। শুনে আমি অবাক হই! কবিতাও বাঁচতে শেখায়!
রাজহংসী রোজ বিকেলে যখন তুমি উড়ে বেড়াও তখন আমি কবিতা পড়তে যাই। ঘুঘু কবিতা লিখে আর বাতাসে ছড়িয়ে দেয়। কিছু কবিতা মেঘে মেঘে উড়ে বেড়ায় বৃষ্টিতে ছড়াতে। রাজহংসী তোমার প্রিয় বৃষ্টি।
আর কিছু কবিতা তোলে নিয়ে আমি ঘরে ফিরি।
আমি খুঁজে পাই বেঁচে থাকার জন্যে তিন শব্দের একটি বাক্য একটি কারণ- কবিতা।
আমি যেমনটা ভেবে রেখেছি। একদিন ঐ সিলিঙ থেকে ঝুলে পড়বো। সবকিছুই ঠিক করা আছে। কেবল সুইসাইড্ নোটটাই বাকী। কিছুতেই কিছু লিখে উঠতে পারছি না।
অথচ বেঁচে থাকার জন্যে কয়েকটি শব্দের একটি বাক্য একটি কারণই যথেষ্ট
রাজহংসী তুমি যে পুকুরে নাইতে নামো তার পাড়ে বড় গাছটার মগডালে এক ডানা ভাঙা ঘুঘু থাকে। ডানা ভেঙে যাওয়ার পর সেও মরে যেতে চেয়ছিল।
কিন্তু সুইসাইড্ নোট লেখা ছিলনা বলে আমি তাকে মরতে দেই নি। খাতা আর কলম দিয়ে তাকে রেখে এসেছিলাম গাছের মগডালে। আগে সুইসাইড্ নোট তারপর সুইসাইড্ ।
তারপর অনেকদিন পর একদিন ভর দুপুরে মুখোমুখি হই বড় গাছটার। আমাকে দেখে মুচকি হাসে ঘুঘু। সুইসাইড্ নোট লিখার খাতা ভর্তি কবিতা আর কবিতা! কথোপকথনের এক পর্যায়ে সে বললো, কবিতা নাকি তাকে বাঁচতে শিখিয়েছে। শুনে আমি অবাক হই! কবিতাও বাঁচতে শেখায়!
রাজহংসী রোজ বিকেলে যখন তুমি উড়ে বেড়াও তখন আমি কবিতা পড়তে যাই। ঘুঘু কবিতা লিখে আর বাতাসে ছড়িয়ে দেয়। কিছু কবিতা মেঘে মেঘে উড়ে বেড়ায় বৃষ্টিতে ছড়াতে। রাজহংসী তোমার প্রিয় বৃষ্টি।
আর কিছু কবিতা তোলে নিয়ে আমি ঘরে ফিরি।
আমি খুঁজে পাই বেঁচে থাকার জন্যে তিন শব্দের একটি বাক্য একটি কারণ- কবিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন