কবিতা-মেহেদী হাসান আকাশ

সত্য কথা

মেহেদী হাসান আকাশ


সত্য কথা মধুর বটে
সত্য কেউ কয়না
বলতে চাইলে সত্য কথা
টিকে তা রয়না
কর্মজীবি সত্য বলল
পেটে ভাত পরেনা
রাজনীতিতে সত্য বলতে
কোন কিছুই নেই
ধর্ম নিয়েও আমরা এখন
সত্য লুকাতে চাই
আইন ব্যাবসা বেশি ভালো মিথ্যা জানলে
ভাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন