কবিতা-রোকেয়া ইসলাম

সারা দিন বৃষ্টি দিন

রোকেয়া ইসলাম


আজ সারা দিন বৃষ্টি দিন
এমনি এক বৃষ্টি ঘোরে
তুমি ছিলে এই ঘরে।

হীমজল বাতাসে ভাসে
ঘর গুড়িয়ে মন পুড়িয়ে
সেই যে তুমি আড়াল হলে।

স্মৃতির দরজা একটু খুলে
আর কি পড়েনা মনে
স্বর্গ সুখের ঝড় ধলেশ্বরীর ঢল।

রংধনুর আঁচল তুলে
এই আমিও নদী ছিলেম
তুমুল ভেজার বৃষ্টি গানে।

মেঘমলণ্ঢার বেঁউতি জালে
আমিই শুধু ঘূণ পোকা
আর তুমি .........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন