কবিতা-স্বজন ইসলাম নাহিদ

ভাসবান ঘর

স্বজন ইসলাম নাহিদ


দাম্ভিকতার কষাঘাতে ছুঁরে ফেলে ছিলে,
আকাশে ভাসমান স্বপ্ন,আর মুখ ভরা
চাঁদনি হাঁসি!
আজ হোক না বাঁধা ঘর, জমাট বাঁধা সহস্র
মেঘের পর ---

মাঝে মাঝে অদৃশ্য হয়ে মেঘ,বৃষ্টি ধারায়
পতিত মাটিতে ___!

তবুও থেমে নেই ঘর,প্রতিটি নদীর পর,বয়ে
চলে অনন্তকাল
যাইনি ধ্বংস হয়ে গুরুম গুরুম ভয়নাক
মেঘের গর্জনে!
পরিতৃপ্তি নবপ্রভাতে উদায়ীমান সূর্য,
আর ---

গৌধুলি সন্ধ্যালগ্নে রক্ত রঙিন
সূর্যওয়াস্ত
তোমার দাম্ভিকতা ছুরে ফেলেছিল,
আমার""
অনন্তকাল ধরে বয়েচলা রঙিন স্বপ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন