জীবন ক্রীড়াঙ্গনে হেসে খেলে
সাঈফ ফাতেউর রহমান
যে জীবন প্রার্থিত ছিলো, তা হয়নি পাওয়া।
আকাঙ্খা কি মেটে সব মানুষের!
মেটেনা বলেই জীবন বৈচিত্র্যে বহমান।
সময়ের বহমান স্রোতে, গতি
পথ পরিবর্তিত হয়েছে জীবনের।
জীবনের অতি আবশ্যিক
অনুষঙ্গ, এমন হওয়াইতো খুব সম্ভব,
হয়েছেও, বিচিত্র কিছুই নয়;
আমি মুহুর্তেই
পূত-প্রসন্নতায় স্বাগত জানিয়েছি,
এসো অকাম্য বিফল-বাস্তব!
জীবন সহসা হেসে বলেছে
আমাকে
ক্রীড়াবিদ হও, জীবনকে নিয়ে
অবহেলে খুব স্বচ্ছ্যন্দে হেলাফেলা করো,
খুব ছোট কাজ এটা নয়, সবাই
পারেনা, পারে যে সেই তো দক্ষ ক্রীড়াবিদ!
মানোত্তীর্ণ তুমি, এখন
অগ্রবর্তী হতে পারো;
জীবনের জীবন-সম্মত সন্ধান
পেয়ে যাবে, সুনিশ্চিত।
আমি কি-বিপুল আস্থায়
জীবনকে ফুটবল বানিয়ে
বর্ণিল জীবন-জার্সি গায়ে
স্মিত-প্রসন্ন, সুতৃপ্ত,
আপাদমস্তক সুস্থিত, অনমনীয়
ডানে-বামে দু’পায়ে নিয়ে
আজীবন জীবন-বল
অনবদ্য শিল্পসম্মত
নৈপুণ্য-ভাস্বর-
অনুপম সময় অতিক্রম করে করে
পার হচ্ছি জীবন-ক্রীড়াঙ্গন হেসে খেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন