নীতি কথা
আবুল বাশার শেখ
কর্ম যজ্ঞে ভুল ছড়া
শুকনো খড়ে আগুন,
রাজনীতি চিত্ত ছাড়া
তলদেশের ফাগুন।
জ্ঞানীমুখে মিথ্যে বাণী
ভুলকে করছে শুদ্ধ,
আম জনতা বিশ্বাসী হয়
বুদ্ধিজীবীতার যুদ্ধ।
এ দেশ নিয়ে ভাবে ক’জন
কাজে কর্মে খাতায়,
শুধু মিথ্যে বুলি আওড়িয়ে
শিরোনামের পাতায়।
পদ দলিত মানবতার
পক্ষে থাকে ক’জন,
ক্ষমতাধারী মানুষগুলো
টাকায় খোঁজে স্বজন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন