কবিতা-মোশাররফ হোসাইন

        গল্পটা 

মোশাররফ হোসাইন


একটা গল্প লিখছি আমি 
আমার গল্পটা শুরু হয় 
সমস্ত দিনের ক্লান্তি শেষে 
প্রভাকর যখন অস্তমিত হয় |
পাখিরা সারাদিন ঘুরে বেড়ায় 
পেট ভরে শস্য দানায় ,
দিন শেষে নীড়ে ফিরে 
নিশ্চিন্তে ঘুমায় |
গোধূলিতে পশুদের পায়ের খুরে 
উড়ে আসা ধূলি কনায় 
রাখালের চোখের পাতায় 
অন্ধকার নেমে আসে কানায় কানায় ;
পেচাঁরা ডেকে ডেকে তার গলার স্বর 
যখন ক্লান্তিতে নেমে যায় ,
উঁচু গাছের মরা ডালায় 
অন্ধকারের মলিন বীণায় 
সে তার গান সঁপে দিয়ে 
         
নিশ্চিন্তে ঘুমায় ;
আকাশের দরজা 
আর খোলা জানালায় 
অসংখ্য তারার ফুল ফুটে ওঠে 
তখন তার নীল জোছনায় 
অন্ধকারের হৃত্পিন্ডে বাসর সাঁজায় ,
পেঁচা আর পেঁচী মিলনে মেতে ওঠে 
তখনি তারা দুজনের দুহে 
দুজনে হারায় |
আর আমার আন্কুঁড়া গল্পটা 
তখনি শুরু হয় 
এর কাহিনী কোনো তরুণের 
কিংবা কোনো তরুণীর প্রেমের নয় |
আর গল্পটা শুধু শুরুই হয় 
এগিয়ে যাবার পথ খুঁজে পায় না 
                 
খুব বেশি দূর ;
আকাশের গায় যে পাখি উড়ে যায় 
পশ্চিমের সীমানায় 
সে কী জানে যে 
              
সীমান্তের পথ কতদূর |
যতটুকু সামনে যায় 
ততই তার মনে হয় 
           
সীমান্ত অতি সুদূর |
গল্পটা হৃদয়ের গভীর ক্ষতের 
নিরবে রক্ত ক্ষরণের 
            
ছবি আঁকা শুধু ;
গল্পটা সমূদ্রের অতল জলে 
বিসর্জন দেয়া কেবল 
       
এক ফোঁটা শিশির বিন্দু |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন