কবিতা-শামীম পারভেজ এর ২টি কবিতা

কেনো

শামীম পারভেজ 


কেনো খোঁপায় দাও ফুল 
কেনো কেশের এত যত্ন 
কেনো হাওয়ায় উড়াও কেশ 
কেনো উড়িয়ে উড়িয়ে হাওয়াকে উতলা করো 

কেনো দাও কপালে টুকটুকে লাল টিপ
কেনো এই টিপের অর্থ বুঝাও 

কেনো ডাগর নয়নে কাজলে আঁকো 
কেনো তাকিয়ে থাকো আঁড়াল করে নয়নে 
কেনো জানাতে চাও তৃষ্ণার্ত নয়নের ভাষা 

কেনো নাকে লাগাও নোলোক 
কেনো ঠোঁটকে করো রক্তিম লাল
কেনো বুঝাতে চাও সেই লালের রহস্য 

কেনো কর্নে ঝুলাও দুল
কেনো পড়ো গলায় নেকলেস 
কেনো করো বক্ষের এতো প্রদর্শনী 

কেনো পড়ো হস্তে চুড়ি 
কেনো হস্ত নেড়ে নেড়ে বাজাও ঝনঝনানি সুর 
কেনো কি আবেগ রয়েছে এই সুরে 
কেনো মেহেদী রং আলপনা আঁকো হস্ত মাঝে 

কেনো আংগুলে পড়ো আংটি 
কেনো, কি স্বিকৃতি লুকায়িত আছে এতে 
কেনো দাও নখে নেইলপলিস 

কেনো চরনে লাগাও নুপুর 
কেনো আঁকো তাতে আলতার আলপনা 
কেনো ময়ুরের মত নেচে নেচে ঝংকার তুলো নুপুর চরনে 

কেনো নয়ন জুড়ানো বস্ত্রে ঢাকো দেহখানা 
কেনো ! কেনো ! কেনো ! এর জবাব তোমরাই জানো

অবাদে সৌন্দোর্য দেখাতে গিয়ে ক্ষনিকের ব্যবহারে 
সকল সুখ আনন্দ শান্তি ফেলোনা হারিয়ে  





কালো 

শামীম পারভেজ 


কালো হলেই যায়না দেখা
কালো হলো শোকের প্রতিক
কালো হলেই লাগে ভয় 
কালোর মাঝে তারা অধিক।

কালো চুল দেখতে সুন্দর
কালো কাজল মাখে চোখে
কালো কোকিল গায় সুমধুর 
কালো কালি বই লিখে

কালো কয়লায় আগুনে জ্বলে
কালো আসে বার বার 
কালোর মাঝেই সুখ আনন্দ
কালো রাত্রি প্রিয় সবার

কালো বলে হিংসা কেন 
কালো ছাড়া কি চলবে 
কালো ডাক এলে পরেই
কালো ঘরে যেতে হবে

1 টি মন্তব্য: