কবিতা-রনক জামান

নীরবতার চিৎকার

রনক জামান


নীরবতায় যে প্রেম তোমাকে স্পর্শ করতে পারে না
ভালবাসি বলে দিলেই বুঝে যাবে, তার কি গ্যারান্টি?
এতটা এমেচার প্রেম আমার দরকার নেই

আমার অপ্রেমেও কতটা প্রেম লেগে থাকে, তুমি দেখ না;
তোমার দৃষ্টি অনেক উঁচুতে, আমি ছোটখাটো, নগন্য নাদান
অকারণে, বড় অসময়ে করি বসন্ত উদযাপন-
বড় বেসুরো গলায় আমি ভালবেসে ফেলি, বড় ভুল করি

আমি খুব ভুল মানুষ-
সময়ে অসময়ে ভুল মানুষ,
প্রেম ভালবাসায় ভুল মানুষের প্রশ্রয় নেই যেন এতটুকু

কবিতা-এ.বি.এম সোহেল রশিদ

নীল কষ্টের জলকণা

এ.বি.এম সোহেল রশিদ


হিসেব কষে কুপোকাত! জীবনের অর্ধেকটাই রাত! 
বাকি অর্ধেকে সুখ দুঃখের বারোয়ারী মেলা 
খরচের খাতায় ক্ষয়িষ্ণু সময়ের নীরব আহাজারি
সঞ্চিত থাকে ফোটা ফোটা নীল কষ্টের জলকণা!

শিকড়ের উৎসমূলে আগুনের ফুল! স্বেচ্ছার ভুল! 
দুচোখের উষ্ণ ঝরনার স্রোতে হয়ে যায় হতবাক 
চাঁদের মৃদু হাসিতে তারায় তারায় আলোর মিছিল 
দুঃখের ভূগোলে আষ্টেপৃষ্ঠে বাঁধা রাতের বিপর্যস্ত শরীর

নির্দিষ্ট ছক পেড়িয়ে ধীরে ধীরে ফোটে ভোরের আলো 
আকাশ জুড়ে উৎকণ্ঠার খণ্ড খণ্ড সাদা-কালো মেঘ 
ঊষালগ্নে আরেকটি বিরহ রাতের আগমনী বার্তা 
বিষের মত ভাবনাগুলো নীল থেকে হয়ে যাবে কালো!

জলের প্রতিটি স্তর ভেঙ্গে বুকের পাঁজর করেছ কাঙ্গাল 
আকাঙ্ক্ষার প্রলেপে প্রলেপে সাজিয়েছ বুকের গহীন পথ 
পাঠাও নি কোন চিরকুট! কোন পথে করবো পদার্পণ 
লক্ষ্মী পেঁচার মত নির্ঘুম চোখে প্রতীক্ষার প্রহর গুনি! 

কাঁদে দেহের প্রতিটি অঙ্গ!কাঁদে রঙ্গ তামাসার স্মৃতি 
কাঁদে ফলাফল শূন্য দিন রাত্রির সরল যোগ বিয়োগ 
প্রতীক্ষার ক্ষণ ভুলে অঝোরে কাঁদে সর্বহারা দুটি মন 
করুণার ফাঁদে খুঁজতে চাইনা আর আদিম শিবির!

কবিতা-মেঘলা আকাশ

পরশ

মেঘলা আকাশ


তোমার আলতো পরশে হ্রদয় ছুঁয়ে যায়
সময় যে থেমে যায় চোখে চোখ রেখে ,
কাছে এসে তুমি সন্ধা প্রদীপ জ্বালো
অন্ধকারে মোমবাতির সেই নিভু নিভু আলো......

অস্থির মন মিলেমিশে একাকার
হয়না তো শেষ তব রাত্রি ফুরাবার ,
তছনছ হয়ে যায় কপলের লাল টিপ
নির্জনতা যেন চারদিকে করে খেলা
অন্ধকারে মোমবাতির সেই নিভু নিভু আলোয়......

অবশেষে , প্রকৃতির নিয়মে আযান পড়লো কানে
সূর্য উঁকি দিলো আকাশের এক কোনে ,
আলস্য মন এসে দাড়ায় জানালার পাশে ,
হাতছানি দিয়ে যেন ডাকছে শিশির ভেজা ঘাসের কাছে.............!!




বৃষ্টি

মেঘলা আকাশ


দেখতে দেখতে আকাশ হয়ে গেল কালো
শুরু হলো রিমঝিম বৃষ্টি ,
আকাশ পানে তাকিয়ে অপলক দৃষ্টি
আহ : কি দারুন বৃষ্টি.....

বৃষ্টির শব্দে গান হলো শুরু
নজরুল কিংবা রবীন্দ্রনাথ গুরু ,
চারদিকে কদম ফুলের ঘ্রান
মনের আনন্দে নেচে ওঠে প্রান.....

ইচ্ছে হয় এক নিমিষেই ভিজে আসি
প্রকৃতি বাজাবে বাঁশি ,
পাহাড়ের কাছে বয়ে যাওয়া ঝরনা
মায়াবী এক টানে ফিরে আসি.........