তোমার এক একটা ভ্রূকুটিতে আহূতি দেয় ,
আমার অলস দুপুরের একাকী আবেগ ।
তোমার এক একটা বাক্য বাণে জর্জরিত হয় ,
আমার অনন্ত জীবনের সাধনার অভিষেক ।
তোমার এক একটা বাক্য বাণে জর্জরিত হয় ,
আমার অনন্ত জীবনের সাধনার অভিষেক ।
----ওয়ালিনা ওভি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন