ভালবেসে শেষ বাক্য বলে কিছু নেই
আসিফ আবরার
এই বিষন্ন কথাযন্ত্র আমাদের রাত্রিকালীন বিচ্ছেদের মাঝে বোবা হয়ে
থাকে।
ধরা যাক আমরা সুনিশ্চিত জানি, আর ক'ঘন্টা পরেই কোলন-সেমিকোলনের তোয়াক্কা না করে দাড়ি বসে যাবে। যদিও সব কথা বলা হয়ে গ্যাছে, তবু দাড়ির পরও কিছু অনুল্লেখ্য বাক্য থাকে। তার সুষম উচ্চারণরীতি যদি না-ই জানি, তবুও না বলে গেলে ঈশ্বরেরও আক্ষেপ থেকে যাবে।
পৃথিবীর শেষ দিনে যদি অচেনা থাকি পরস্পর, তবে জানিস, শেষ দিনে শেষ বাক্য বলে কিছু নেই। জানিস, তুমুল বিচ্ছেদের পরও আমি তোর জন্যে গোপনে পুষেছি কিছু হলুদ প্রজাপতি।
আর জানিস, যেটুকু রাত, আমাদের ভুল হয়ে যায়, তার ভোরও খুব বিষন্ন হয়। টগর ফুলের গাছটায় ফুল ধরবে না জেনেও আমি পানি ঢালি।
যেটুকু দূরত্বে কাটে দিন, জানিস অনেকে সঙ্গমের সময়ও এ্যাতোটা নিকটে থাকে না। জানিস, ভালবাসি না বলেও বলা যায় অনেক কিছু। আমাদের এই কুয়াশাকাতর প্রেম ক্রমশ তৃষ্ণা বাড়ায়।
যেটুকু বলিনি কাল রাতে, যেটুকু অনুল্লেখ্য আজ সকালে, তবুও কি নিশ্চুপ পরস্পর! কথাযন্ত্রের দু'প্রান্তে কি বিষন্ন নীরবতা, অভিমানে কতো কি যে বলিনি দু'জনে!
তবু জানিস, কবিতায় উপসংহার লিখিনি এখোনো। কেননা ভালবেসে শেষ বাক্য জানতে নেই। শেষ বাক্য থাকে না কখোনো।
ধরা যাক আমরা সুনিশ্চিত জানি, আর ক'ঘন্টা পরেই কোলন-সেমিকোলনের তোয়াক্কা না করে দাড়ি বসে যাবে। যদিও সব কথা বলা হয়ে গ্যাছে, তবু দাড়ির পরও কিছু অনুল্লেখ্য বাক্য থাকে। তার সুষম উচ্চারণরীতি যদি না-ই জানি, তবুও না বলে গেলে ঈশ্বরেরও আক্ষেপ থেকে যাবে।
পৃথিবীর শেষ দিনে যদি অচেনা থাকি পরস্পর, তবে জানিস, শেষ দিনে শেষ বাক্য বলে কিছু নেই। জানিস, তুমুল বিচ্ছেদের পরও আমি তোর জন্যে গোপনে পুষেছি কিছু হলুদ প্রজাপতি।
আর জানিস, যেটুকু রাত, আমাদের ভুল হয়ে যায়, তার ভোরও খুব বিষন্ন হয়। টগর ফুলের গাছটায় ফুল ধরবে না জেনেও আমি পানি ঢালি।
যেটুকু দূরত্বে কাটে দিন, জানিস অনেকে সঙ্গমের সময়ও এ্যাতোটা নিকটে থাকে না। জানিস, ভালবাসি না বলেও বলা যায় অনেক কিছু। আমাদের এই কুয়াশাকাতর প্রেম ক্রমশ তৃষ্ণা বাড়ায়।
যেটুকু বলিনি কাল রাতে, যেটুকু অনুল্লেখ্য আজ সকালে, তবুও কি নিশ্চুপ পরস্পর! কথাযন্ত্রের দু'প্রান্তে কি বিষন্ন নীরবতা, অভিমানে কতো কি যে বলিনি দু'জনে!
তবু জানিস, কবিতায় উপসংহার লিখিনি এখোনো। কেননা ভালবেসে শেষ বাক্য জানতে নেই। শেষ বাক্য থাকে না কখোনো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন