ছড়া-জিয়াউর রাহমান জনি'র ৩টি ছড়া


শীত এলে



শীত এলে
কাজ ফেলে
নানু বাড়ি যাই,
দুধের পিঠা রসের মিঠা
মজা করে খাই।
পুলি পিঠা
ভাপা পিঠা
জিভে আসে জল,
নানু বাড়ি
দিয়ে পাড়ি
আনি কত ফল।
নানু এসে
বলবেন হেসে
আয়্রে নাতি বুকে,
আদর করে
প্রান ভরে
ভালোবাসি তোকে।
দিনগুলি
কামনে ভুলি
মনে পড়ে আজও,
শীত এলে হায়
নানু বাড়ি যাই
ফেলে রেখে কাজও।



মিষ্টি খুকি


মিষ্টি খুকি
দিচ্ছে উঁকি
কম্বলটা তার গায়ে,
ভাঙলো ঘুম
পড়্লো ধুম
আলতো রাঙা পায়ে।
খুকির কাজ
সাঁঝবে আজ
নিজের মত করে,
লাল শাড়ী
তাড়াতাড়ী
নিবে সে পড়ে।
নাকে নোলক
কপালে গোলক
লাল টিপ দিবে,
শরীরে তার
রুপের বাহার
আলতো মেখে নিবে।
খুকির মনে
ক্ষনে ক্ষনে
ভাবনা দিচ্ছে উঁকি,
খুকু সোনা
স্বপ্ন বোনা
যেন চাঁদ মুখী।

ভালো লাগে


ফুল কে ভালো লাগে
তাই
ভালোবাসি তার গন্দ,
ভুল কে ভালো লাগে
তাই
ভালোবাসি তার মন্দ।
ভালো লাগে কবিতা
তাই
ভালোবাসি তার ছন্দ,
ভালো লাগে আপুকে
তাই
লাগি তার সাথে দ্বন্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন