কবিতা-রনক জামান

শুন্য বাসস্টপ

রনক জামান


এই শহরে সন্ধ্যারা ব্যস্ত, সন্ধ্যার মানুষ ব্যস্ত
প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক বিভিন্ন শব্দে ব্যস্ত
তবু একান্তই আমার মত দু'চারজন মানুষ
তারাই শুধু উপভোগ খোঁজে শুন্য বাসস্টপে
একটি বাসের অপেক্ষায়-

উদীয়মান দালানের মাথায় ঝুলে আছে পূর্ণ চাঁদ
এমনই বেমানান সুন্দর যে একাকী পাগলের ব্যর্থ প্রলাপ
চাঁদ ভুল করে উঠে, ভুল জায়গায় আজকাল
ঠিক যেভাবে অধিকাংশ স্বামীর স্থান ছেয়ে গেছে ভুল মানুষে।

এখানে সান্ধ্য ফুটপাত দখলে নিয়েছে
চটপটি দোকানের ব্যস্ত মালিক, যেতে যেতে পথিক
তার দৃষ্টি ফেলে যায় তাতে, আমারও অপেক্ষা কাটে
বিনা পয়সায় কিছু ঘ্রাণের স্বাদ চুরি করে,
কথা হল এই যে অপেক্ষা, কি সুন্দর চালাকিতে
জীবনবোধ শিখিয়ে যাচ্ছে

যাই হোক, ওইতো বাস এসে গেছে

বিদায় বাসস্টপের শুন্যতা, আবার এমনি দেখা হলে
কুশল বিনিময়েই কাটাব আরো কিছুটা সময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন