কবিতা-ওয়ালিনা ওভি


আর্তনাদ

ওয়ালিনা ওভি


অনাকাঙ্খিত জন্মে ,
নিতান্তই বাধ্য হয়ে দেখেছি সূর্যের মুখ
সোনালী সূর্য দেখে হলদে অসুখে ঝলসে গেছে চোখ
আজো চোখ মুদে দেখে যায় ...
তোমাদের লালসার বিশ্ব , সুখের ধরণী
ফকফকা সাদা ফ্রক পড়া পরী হতে চেয়েছি , 
পারিনি
মাথায় গামছা বেঁধে দুরন্ত বালক সাজার সখ ছিল ,
মেটেনি
কৈশরে একটা রঙ্গিন স্বপ্ন দেখতে গিয়ে অন্ধ বনেছি
তাই যৌবনে এসে ফন্দি আঁটি ,
পালিয়ে বাঁচার
লোহার খাঁচা থেকে বোকা বাঘিনীর মত লম্ফ দিয়ে , 
পড়ে গেলাম নিছিদ্র গারদে।
আজ নিজের ভাগ্যকে নিজেই করি উপহাস
খুব প্রিয় মুখ গুলোকে ছুঁয়ে দেখার আগেই ,
কেন হয়ে যায় মরীচিকা ?
জীবনের এই কঠিন প্রশ্নটা আজো তাড়া করে ফেরে
আমার বারান্দায় পড়ে থাকা নিঃসঙ্গ চেয়ারে ,
দুপুরের মাদুরে লুটোপুটি খাওয়া একাকীত্বে ,
রাতের শীতলপাটিতে ,
খুব যত্ন করে বিছিয়ে রাখি একটা মেকি সুখ
স্বপ্ন দেখি এই দেয়াল ভাঙ্গার ,
সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে খুঁজে আনি একটা আস্থার বুক
দু'হাতের বেষ্টনীতে বাঁধা পড়ে থাকি স্বেচ্ছায়
তোমার ঠেলে দেয়া অন্ধকারে হারাতে চাই না ,
বিশ্বাস করো , আঁধারে একা একা বড় ভয় করে
আজো প্রতিরাতে কল্পনায় দেখি কুপি হাতে এক পথিকৃত
ভেবো না ,
একদিন ঠিকই তোমার ঘ্রানে খুঁজে নেবো হৃদয়ের প্রাচীর
লৌহ দুয়ারে মাথা খুঁটে লিখে আসবো 'মুক্তি'
সময় করে ছুঁয়ে দেখো ... 
প্রতিটি রক্তকণিকায় উজার করে দেয়া উষ্ণতায় মিশে আছে ,
এক মানবীর আর্তনাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন