শেষ হয়েও হয়না শেষ!
।এ।বি।এম।সো।হে।ল।র।শি।দ।
আবেগতাড়িত বর্ণমালার স্বতঃস্ফূর্ত বর্ণিল সমাবেশে
চেনা-অচেনা হাজার হাজার জোড়া চোখের উৎসব।
শব্দের নিখুঁত বুনটে জমজমাট কবিতার জমিনে
দু’জনার মৃত-সম্পর্কের ময়নাতদন্ত প্রতিবেদন
এখানে শৃঙ্খলিত আত্মার স্বেচ্ছা আত্মাহুতি স্পষ্ট।
মিটে জলতৃষ্ণা!ভালোলাগার ভালবাসায় বাড়ে মরুতৃষ্ণা
শেষ হয়েও হয় না শেষ! এ নিয়ে আছি বেশ
নোনা নদীতে সুখের বালুচর!স্বপ্ন দেখা অবান্তর!
বোবা মাছের অবিরাম সাঁতার! অন্ধকারের সুখ!
জল জ্যোৎস্নায় চাঁদের রুপোলী-আলোর বর্ষণ!
উত্তাল সমুদ্রের ফেনিল ঢেউয়ে মুক্তোর শুভ্রতা
কুসুমাস্তীর্ণ সূর্যের লুকোচুরি! লজ্জার রক্তিম আভা
অশ্রুঝরা মেঘলা আকাশ! খুঁজে পায় বিরহ বাতাস!
শেষ হয়েও হয়না শেষ! এই নিয়ে আছি বেশ!
পাশ কাটানো সুখ গুলো একাকীত্বের যন্ত্রণায় নীল
চোরকাঁটার আক্রমণে অপ্রকাশিত থাকে গোপন কান্না
প্রজাহীন রাজ্যে স্বঘোষিত রাজা! জীবন এখানে রংহীন!
তবু ফিরে যদি আস!মেনে নিব একাকীত্বের বিরান ভূমি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন