পরিশেষে বিশ্বজিৎ
আসিফ আবরার
পরিশেষে বিশ্বজিৎ পরিহাস পড়ে থাকে; নিজের মতোন
ডানাভাঙা চিল, ঢিল মারে বোকা ক্লাসরুমে
নার্সগণ দেরি করে ফ্যালে
তাই ভীষণ প্রতিবাদী কাকবাক্যে জেগে থাকে ভোর।
বিষন্ন জিন্সে লালচে আঙুল মুছে
ঘুমিয়েছে খোকা, প্রগাঢ় পিতামহের আশ্রয়ে
বড় হৃষ্টপুষ্ট শরীর, গালে টুকটুকে আভা নিয়ে আসে।
ডানাভাঙা চিল, ঢিল মারে বোকা ক্লাসরুমে
নার্সগণ দেরি করে ফ্যালে
তাই ভীষণ প্রতিবাদী কাকবাক্যে জেগে থাকে ভোর।
বিষন্ন জিন্সে লালচে আঙুল মুছে
ঘুমিয়েছে খোকা, প্রগাঢ় পিতামহের আশ্রয়ে
বড় হৃষ্টপুষ্ট শরীর, গালে টুকটুকে আভা নিয়ে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন