বিশুদ্ধ কফিনে ঢাকা
সুফিয়া জামান
আমি তাকে খুঁজে ফিরি প্রতি-নিয়ত,
আষাঢ়ের একটানা বর্ষনে,
গ্রীষ্মের বুক-ফাঁটা রৌদ্দুরে
বসন্তের হিল্লোলিত বৃন্দা-বনে
সে যে আসেনা।
আকাশের বিদ্রোহী অসীমতায়,
নিহত গোলাপের শুকনো ঠোঁটে,
মুমূর্ষ মাটির অন্তিম শয়নে
বাঁচার গন্ধ যেটা নিশ্বাসের বিশ্বাসে
মৃত্যুর সাধ যেটা বুলেটের গভীরে,
সে যে আসেনা।
অনন্ত স্বপ্নের প্রসূতি একটি হৃদয়কে করে ছিদ্র
ধারালো বিভীসিকার জ্বলন্ত অত্ত-হাসিতে
অগণিত প্রেম যেখানে বিশুদ্ধ কফিনে ডাকা
নিস্তব্দ রাত্রিতে সজ্জার ভালোবাসা
সুখের অশ্ব চড়ে স্বর্গে অতপর মর্গে
সীমাহীন সে শূন্যতায়
একা আমি প্রহরায়
নিস্তব্দ মহাকালের অশ্রু-ভেজা বক্ষে
সত্যের সুর্য হাতে
ভিম পড়া-ঘাটে
মহান ত্রাণ-কর্তা
কেন আসেনা?
সে যে আসেনা।
ব্যর্থ মানবতার অন্ধ নিলয়কে করে আলোকিত
অন্ধকার আকাশে একটি দ্রুব-তারা হয়ে
গোরস্হানের সারি সারি সমাধিতে
বদ্ধ-ভূমির শকুনির মহোৎসবে।
বদ্ধ-ভূমির শকুনির মহোৎসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন