কবিতা-মোঃ রাশেদুল হাসান

আস্তাকুড়

মোঃ রাশেদুল হাসান


তোমার স্কালে নেই জীবন্ত মস্তিষ্ক।

আছে জমাট বাধা অন্ধকার,

আর ক্ষুধার্ত নেকড়ের হাহাকার!

ক্ষমতার দম্ভে হারিয়েছ চোখ,

হয়েছ বধির।

তুমি নষ্ট। তুমি ধ্বংস। আস্তাকুড়ের বর্জ্য।

নরক দোযখ, যাই বল তুমি, তোমার জন্য ধার্য।



আচ্ছা আমি তোমাকে কেন গাল মন্দ করছি?

আমি তো তোমার প্রতিবিম্ব।

যত ক্ষুদ্রই হোক,

ক্ষমতার লড়াই তো আমিও করছি।

গান্ধীর তিন বাদরের মত,

 
শুনেও শুনছি না,

দেখেও দেখছি না,

বসে আছি জ্বিবহীন লালা সর্বস্ব মুখ নিয়ে।

চেটে দিচ্ছি তোমার জুতো।



আমি, আমরা তোমাদের অকারনেই গাল দেই।

অথচ নিজের জন্য নরক আমি নিজেই করেছি ধার্য।



আমি নষ্ট। আমি তোমারই মত আস্তাকুড়ের বর্জ্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন