অনুভব
অদ্রি আহমেদ
আমি
ঘৃনা করি
এই পৃথিবীকে....
যদিও সবাই বলে পৃথিবী নাকি ভারি সুন্দর..?
পৃথিবী নাকি তার মোহনী রূপ দিয়ে ভুলিয়ে দেয় সবার মন কে
তাই তো এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না।
কিন্তু আমার তা মনে হয় না.... কারন এখানে সৌন্দর্যের অন্তরালে
লুকিয়ে আছে নোংরা মনের মানুষ..
আর প্রেম...!!? ওটা আবার একটা বিষয় হলো নাকি???
কেননা এতে আছে শুধু ধোকা, প্রতারনা, কষ্ট, কান্না..
মানুষ এর প্রয়োজনে এর শুরু...
মানুষ এর প্রয়োজনে এর শেষ…
যদিও সবাই বলে পৃথিবী নাকি ভারি সুন্দর..?
পৃথিবী নাকি তার মোহনী রূপ দিয়ে ভুলিয়ে দেয় সবার মন কে
তাই তো এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না।
কিন্তু আমার তা মনে হয় না.... কারন এখানে সৌন্দর্যের অন্তরালে
লুকিয়ে আছে নোংরা মনের মানুষ..
আর প্রেম...!!? ওটা আবার একটা বিষয় হলো নাকি???
কেননা এতে আছে শুধু ধোকা, প্রতারনা, কষ্ট, কান্না..
মানুষ এর প্রয়োজনে এর শুরু...
মানুষ এর প্রয়োজনে এর শেষ…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন