কবিতা-দেলোয়ার হোসাইন


বুকের খনন শেষে

দেলোয়ার হোসাইন


ঘুম টুটে গেলে রাত দীর্ঘ হতে থাকে, বিয়ান দূরে সরে যায়
নিরবে গমন করি নীলে, জলে, আতঙ্কের গভীর অতলে
কামনার ঘুম যেন বয়ে চলা নদীর দীর্ঘশ্বাস...

বনিবনা হল না অযাচিত জীবনের চাওয়া-পাওয়ার সাথে
গোপন উৎসবে মেতে উঠে অদৃশ্য ভাগ্য দেবতা
কেবলই দাঁড় টানি ক্লান্ত সময়ের...

মাটির দেয়ালে লিখেছি অস্তিত্বের সরল অনুবাদ
লাশকাঁটা ঘরে আহত বুকের খনন শেষে
পড়ে থাকে কিছু বিচ্ছিন্ন অভিশাপ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন