কবিতা-তুলি চৌধুরী


অজানা 

তুলি চৌধুরী


মনে পড়ে যাই সেই যুবকের কথা 
যে মিষ্টি রোদের আলো গায়ে মেখে
দাঁড়িয়ে থাকতো ঘণ্টার পর ঘণ্টা 
মেঠো পথের দূর দুরান্তে দৃষ্টি রেখে ।।
কি ভাবতো সে , কাকে নিয়ে ভাবতো , 
নাকি তার মনে জমাট বাঁধতে ছিল 
হাজার কষ্ট জড়ানো এক একটা দিন ?
অপলক ভাবে চেয়ে হারিয়ে যেত 
গভীর থেকে অনেক গভীর জগতে 
কিসেরও সন্ধানে আজও জানা হল না ।।
আজ সেই যুবকের চেহারা 
ভেসে আসে জোয়ারের মতো করে ,
আজও জানা হল না সে কি ভাবতো ?
আজও সে জানল না , 
কেউ একজন তাকে লক্ষ্য করে যেত 
অদ্ভুত অনুভুতি নিয়ে অদৃশ্য ভাল লাগায় ডুব দিয়ে ।।

1 টি মন্তব্য: