কবিতা-সৌভিক দা’র ৪টি কবিতা


প্রলাপ 
-------------
শেষরাতে কিছু সবুজ ধোয়া ঢুকে মাথার ভেতর
ওলটপালট করে গেছে সব নাগরিক ব্যঞ্জনা...

আমি ক্যালেন্ডারের পাতায় যেন মিশে যাচ্ছি রাখাল বালক ;
শো-কেসে সাজিয়ে রাখা বায়ুযানে চেপে কৃষ্ণ-গহবর,
ভেসে যাচ্ছি নিকোবর দ্বীপপুঞ্জ, বনের ভেতর 

কীভাবে কী করে যেন গতরাতে কিছু সবুজ ধোয়ায়,
ওলটপালট গেছে রাস্তাঘাট, দোকানপাটের সহজ ঠিকানা।

কারা যেন অবৈধ মুদ্রার মত গোপন কাগজে
ফটোকপি করে নিচ্ছে আমার শরীর, রক্ত ঘামের জলছবি !
কারা যেন কর্পোরেট বানিজ্য দিচ্ছে শিল্পের মেধাকে !


আহ ! শালার বণিকের দল !
শেষ পর্যন্ত কিছুই বাদ দিলোনা
তাদের প্রফিট মার্জিন থেকে...

-
সৌভিক দা'
২৪ জোষ্ঠ ১৪১৯
উত্তর ধানমন্ডি, ঢাকা ।।
-------------


তোমার জন্য নয়
-------------
এসব কিছুই আমার জন্য না।
শুধু ঘেরা থাকে কাঁচের দেয়ালে জাদুঘর,
প্রত্নত্বাত্তিক সভ্যতা আর বাদশাহী মুদ্রা।
তোমাকে শুধু দেখে যেতে হবে এইসব।
দর্শকমত।
আর খুউব ইচ্ছে হলে কখনও, মাঝে মাঝে
খাবারের ঘ্রান নেয়া যেতে পারে বড়জোর।

ঠান্ডা-ঘরে শীতের কণার মত ঝরে আনন্দ-উৎসব,
কান্ট্রি-লাউঞ্জ ভেদ করে থ্র্যাস-মেটাল
আর ব্ল্যাক লেভেলের চিৎকার :
রাস্তা থেকে এইসব - দেখা যায়।
আর রুফ-টপ রেস্টুরেন্টে কী হয় -
তাতো দেখাই যায়না।

তোমাকে শুধু ফাঁকে দাঁড়িয়ে কাঠগোলাপ আর
ক্রিসেনথিমামের ব্যস্ততা দেখতে হবে শাহবাগে,
চটপটির দোকানে।
হয়ত মুহুর্তে চটপটিও তোমার চোখে
দূর্লভ ডমিনাস পিজা : যা কিনতে হলে
পকেটে থাকতে হবে অন্ততঃ ২০ টাকা...

-
সৌভিক দা'
২৪ আশ্বিন ১৪১৯
কলাবাগান, ঢাকা ।।
------------------


পুনর্জন্ম
------------------

ফিরে আসতেই হবে অচেনা রোদ শীতলক্ষ্যার তীরে
ফিরে আসতেই হবে তোমাকে দুরন্ত চড়ুই...

সুর্যগুলো নেমে এলে ক্রমশঃ নীচে
ফিরে আসতেই হবে হে আমার আহত অভিশাপ
যেখানে এসে স্মৃতি হয়ে গিয়েছিলে একদিন মাঘের বাতাসে -
মেঘটাকে আড়াল করে ঢেউয়ের ভেতরে...
ফিরে আসতেই হবে নীল চোখ, সমুদ্র প্রনালী ।।

-
সৌভিক দা'
৪ঠা বৈশাখ ১৪১৯
কালিগঞ্জ, নরসিংদী ।।
------------------


অনিয়ম
------------------
ঠিক এইভাবে দূরে যেতে হয় -
মুছে ফেলে সব বৃষ্টি বিকেলের ছবি
ছিড়ে ফেলে পুরনো ঠিকানা লেখা কাগজ
নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে একদিন হঠাৎ
এইভাবে ভুলে যেতে হয় ! ঠিক এইভাবে -

যেভাবে অতর্কিতে শত্রুদল হানা দেয় সমুদ্র সীমায়
যুদ্ধ জাহাজগুলো এসে ভিড় করে তীরে -
কড়া বারুদের গন্ধে কন্ঠ ছিড়ে আসে -
এইভাবে দূরে যেতে হয় : দূরে যেতে হয় !

অহেতুক ঘৃনা করে একদিন 
এইভাবে ঠিক চলে যেতে হয় !

-
সৌভিক দা'
১৯ ফাল্গুন ১৪১৮
বুয়েট, ঢাকা ।।

কবিতা-আসিফ আবরার


পরিশেষে বিশ্বজিৎ

আসিফ আবরার


পরিশেষে বিশ্বজিৎ পরিহাস পড়ে থাকে; নিজের মতোন
ডানাভাঙা চিল, ঢিল মারে বোকা ক্লাসরুমে
নার্সগণ দেরি করে ফ্যালে
তাই ভীষণ প্রতিবাদী কাকবাক্যে জেগে থাকে ভোর।

বিষন্ন জিন্সে লালচে আঙুল মুছে
ঘুমিয়েছে খোকা, প্রগাঢ় পিতামহের আশ্রয়ে 
বড় হৃষ্টপুষ্ট শরীর, গালে টুকটুকে আভা নিয়ে আসে।

কবিতা-অদ্রি আহমেদ


অনুভব

অদ্রি আহমেদ


আমি ঘৃনা করি এই পৃথিবীকে....
যদিও সবাই বলে পৃথিবী নাকি ভারি সুন্দর..?
পৃথিবী নাকি তার মোহনী রূপ দিয়ে ভুলিয়ে দেয় সবার মন কে
তাই তো এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না।
কিন্তু আমার তা মনে হয় না.... কারন এখানে সৌন্দর্যের অন্তরালে
লুকিয়ে আছে নোংরা মনের মানুষ..
আর প্রেম...!!? ওটা আবার একটা বিষয় হলো নাকি???
কেননা এতে আছে শুধু ধোকা, প্রতারনা, কষ্ট, কান্না..
মানুষ এর প্রয়োজনে এর শুরু...
মানুষ এর প্রয়োজনে এর শেষ